ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

বরিশালে ডিম ও মুরগির দোকানে অভিযান ভোক্তা অধিকারের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
বরিশালে ডিম ও মুরগির দোকানে অভিযান ভোক্তা অধিকারের

বরিশাল: জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ দেখিয়ে এবং সিন্ডিকেট করে বরিশালে ডিম ও মুরগির দাম ইচ্ছামতো বাড়িয়ে নিচ্ছে ব্যবসায়ীরা। এ অবস্থায় ডিম ও মাংসের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালিয়েছে  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার মনিটরিং টিম।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা ১১টায় বরিশাল নগরের বাজার রোডে এ অভিযান চালানো হয়।  

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, ডিম ও মুরগির দোকানগুলোতে মূল্যতালিকা হালনাগাদ এবং দর্শনীয় স্থানে টানায়নি। এছাড়া তারা সিন্ডিকেট করে ডিম ও পোল্ট্রি মুরগির দাম বাড়িয়ে বিক্রি করছে। এ অপরাধে ৪ দোকানীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।