ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

প্লাস্টিকের বস্তায় চাল, শরণখোলায় ২ ব্যবসায়িকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
প্লাস্টিকের বস্তায় চাল, শরণখোলায় ২ ব্যবসায়িকে জরিমানা

বাগেরহাট: পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের মোড়কে চাল বিক্রির দায়ে বাগেরহাটের শরণখোলায় দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরের দিকে উপজেলার রায়েন্দা বাজারের বিভিন্ন চাল গুদামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

নেতৃত্ব দেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুর-ই আলম সিদ্দিকী।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গুদামের মালিক মো. নজরুল ইসলাম ও মো. মুকুল আহমেদ।

ইউএনও মো. নুর-ই আলম সিদ্দিকী জানান, পন্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক আইন ২০১০ (সংশোধিত ২০১৩) অনুযায়ী পাটের বস্তা ব্যবহার করা বাধ্যতামূলক। তাদের গুদামে থাকা চালে পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হয়েছে। এ অপরাধে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পাটজাত মোড়ক ব্যবহারে রায়েন্দা বাজারের ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করা হয়েছে। প্রচলিত আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।