ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

শাহজাদপুরে মজহারুল ইসলাম স্মৃতি নৌকাবাইচ শুরু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
শাহজাদপুরে মজহারুল ইসলাম স্মৃতি নৌকাবাইচ শুরু 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে শিক্ষাবিদ ড. মজহারুল ইসলাম স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে।  

শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার বাঘাবাড়ী ব্রিজের নিচে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন আয়োজিত এ নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম।

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, বাঘাবাড়ী নৌ বন্দরের লেবার হ্যান্ডেলিং ঠিকাদার আব্দুস সালাম ব্যাপারী, পোতাজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর জাহান বাচ্চু, রুপবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মোল্লা প্রমুখ।  

আয়োজক কমিটির সভাপতি শাহজাহান সিরাজ বলেন, দীর্ঘ ১০ বছর পর বাঘাবাড়ী বড়াল নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাইচের প্রথম দিনে ১০ হাজারেরও বেশি মানুষ বাইচ উপভোগ করেন। সিরাজগঞ্জ ও পাবনা জেলার প্রায় ২৪টি নৌকা এ বাইচে অংশগ্রহণ করেছে। লীগ ভিত্তিক এ প্রতিযোগিতার ফাইনালে মোটরসাইকেল, টেলিভিশন ও ফ্রিজ পুরস্কার দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।