ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নড়াইলে টিসিবির পণ্য পাচারের সময় জনতার হাতে জব্দ  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
নড়াইলে টিসিবির পণ্য পাচারের সময় জনতার হাতে জব্দ
 

নড়াইল: নড়াইলে টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রির পর পাচারের সময় ৭০ কেজি ডাল ও ৫০ কেজি চিনি জব্দ করেছেন স্থানীয় জনগণ।
 
শনিবার (২০ আগস্ট) রাতে সদরের আউড়িয়া ইউনিয়নের মাদরাসা বাজারে টিসিবির এসব পণ্য ভ্যানে করে পাচারের সময় জব্দ করা হয়।


 
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পরে আউড়িয়া ইউনিয়নের টিসিবি ডিলার খান গোলাম মোস্তফার দোকান থেকে এসব ডাল ও চিনি ভ্যানে করে ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্বাস আলী ও ৬ নম্বর ওয়ার্ডের মেম্বর মিজানুর রহমান পাচার করছিলেন। এসময় এসব পণ্যসহ ভ্যান জব্দ করে পুলিশে খবর দেন স্থানীয় জনগণ। পরে পুলিশ এসে ওই পণ্য জব্দ করে ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখে।
 
আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম পলাশ রাতেই নড়াইল জেলা প্রশাসনকে এ ঘটনা জানান।
 
টিসিবি পণ্য পাচারের ঘটনায় রোববার (২১ আগস্ট) সকালে নড়াইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস ইউনিয়ন পরিষদে গিয়ে তদন্ত শুরু করেন।  
 
আউড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম পলাশ বাংলানিউজকে বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সবার বক্তব্য নিয়েছেন। তদন্তের পরে জানা যাবে, কে দোষী। দোষী হলে তার শাস্তির ব্যবস্থা প্রশাসনই করবে।
 
প্রসঙ্গত, নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন, শনিবার সারাদিন আউড়িয়া ইউনিয়নে কার্ডধারীদের কাছে টিসিবি পণ্য বিক্রি হয়। সন্ধ্যায় বেচে যাওয়া পণ্য ডিলারের কাছ থেকে কিনে নেন অভিযুক্ত দুই ইউপি মেম্বার।
 
তবে অভিযুক্ত ওই দুই ইউপি মেম্বারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।