ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

পুলিশ দেখেই পুকুরে ঝাঁপ, আধা ঘণ্টার চেষ্টায় গ্রেফতার মাদক বিক্রেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
পুলিশ দেখেই পুকুরে ঝাঁপ, আধা ঘণ্টার চেষ্টায় গ্রেফতার মাদক বিক্রেতা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে পুলিশ দেখে দৌড়ে পুকুরে ঝাঁপ দিয়েও গ্রেফতার এড়াতে পারলেন না আফাল উদ্দিন (৩৫) নামে এক মাদক বিক্রেতা। আধা ঘণ্টা চেষ্টার পর তাকে ধরতে পেরেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার তাড়াশ পৌর এলাকার উত্তরবাঁধে এ ঘটনা ঘটে। আফাল উদ্দিন উত্তরবাধ পাড়ার ফরজ আলীর ছেলে।  

সিরাজগঞ্জের তাড়াশে মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে অভিযানে যায় পুলিশ। টের পেয়ে প্রায় দুই কিলোমিটার দৌড়ে পৌর এলাকার আসানবাড়ি গ্রামে গিয়ে পুকুরে ঝাঁপ দেন আফাল। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর পুকুরে নেমেই হাতকড়া পরিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।  

তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।