ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

নিজ বাসায় ঝুলছিল গোয়েন্দা পুলিশের স্ত্রীর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
নিজ বাসায় ঝুলছিল গোয়েন্দা পুলিশের স্ত্রীর মরদেহ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর খিলগাঁও তিলপাড়া এলাকার একটি বাসা থেকে পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত (এসবি) উপ-পরিদর্শক বজলুর রশিদের সহধর্মিনী নিলুফা আক্তার হাসির (৩৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ আগস্ট) ওই এলাকার ১১ নম্বর রোডের ১৮৫/৩/এ নম্বর বাড়ির নিচতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হাসি পাবনার সুজানগর উপজেলার হাসেম আলী শেখের মেয়ে।

বর্তমানে স্বামী সন্তানদের নিয়ে খিলগাঁও তিলপাড়ায় থাকতেন তিনি। তার স্বামী বজলুর রশিদ পুলিশের গোয়েন্দা শাখার সিটিএসবির মেকানিক্যাল শাখায় এসআই হিসেবে কর্মরত।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।

তিনি আরও বলেন, ওই নারী দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন।

এদিকে হাসপাতালের মর্গে নিহতের ভাই আব্দুল বারী বিপ্লব জানান, তার বোন অসুস্থ ছিলেন। শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।