ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ধলেশ্বরীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
ধলেশ্বরীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া মাহফুজুর রহমানের (২৫) মরদেহ উদ্ধার করেছে নৌ ফাঁড়ি পুলিশ।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে ডিগ্রিচর এলাকাস্থ ধলেশ্বরী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট এলাকার নদীতে সাঁতার কাটতে নেমে ডুবে যান মাহাফুজুর রহমান।

নিখোঁজ মাহফুজ জয়পুরহাট জেলার সদর থানার আমদই গ্রামের শফিউল ইসলামের ছেলে। তিনি ফতুল্লার বিসিকস্থ এনআর গ্রুপের একটি গার্মেন্টেসে চাকরি করতেন এবং ভোলাইল মিষ্টির দোকানস্থ একটি বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।

এ ঘটনায় নিখোঁজের চাচাতো ভাই মোহাম্মদ শাকিব আহম্মেদ বাদী হয়ে শুক্রবার রাতে ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরি করেন।

বক্তাবলী নৌ পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) বাদল জানান, দুপুরের দিকে তারা দুই বন্ধু মিলে ধলেশ্বরী নদীর পশ্চিম তীর থেকে পূর্বে নদী পারি দেওয়ার সময় এক বন্ধু তীরে উঠতে সক্ষম হন। কিন্ত মাহফুজুর রহমান নদীতে ডুবে যান। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরিরা। শুক্রবার রাত ৮টা পর্যন্ত নিখোঁজের সন্ধান চালিয়ে খোঁজ না পেয়ে শনিবার সকাল থেকে আবার তল্লাশি করা হয়। পরে দুপুরে ডিগ্রিচর এলাকায় মরদেহ ভেসে উঠলে কোস্টগার্ডের সহায়তায় তা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
এমআরপি/এসএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।