ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঘাটাইলে ঝিনাই নদীতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
ঘাটাইলে ঝিনাই নদীতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে ঝিনাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর আছিয়া (৫) নামে একটি শিশুর মরদেহ পাওয়া গেছে।

সোমবার (২৯ আগস্ট) সকালে উপজেলার কুরমুরশি গ্রামের পাশে ঝিনাই নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

আছিয়া ওই গ্রামের প্রবাসী রাসেল মিয়ার মেয়ে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বাংলানিউজকে জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আছিয়া তার দাদির সঙ্গে ঝিনাই নদীর পাড়ে যায়। তার দাদি নদীর পাড়ে বসেই পাটকাঠি থেকে আঁশ ছাড়াচ্ছিলেন। আছিয়া আরও দুই শিশুর সঙ্গে নদীর পাড়ে অর্ধেক ডোবা নৌকায় বসে প্লাস্টিকের বোতল নিয়ে খেলছিল। খেলার একপর্যায়ে বোতলটি নদীর পানিতে পড়ে যায়। ওই বোতল তুলতে গিয়ে সেও নৌকা থেকে নদীতে পড়ে যায়। এসময় পাড়ে দাঁড়ানো অপর দুই শিশুর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে ঘাটাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ৮টা পর্যন্ত চেষ্টা করেও আছিয়াকে উদ্ধার করতে না পারায় অভিযান স্থগিত করে। পরে সোমবার সকালে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে আছিয়ার মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।