ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
জয়পুরহাটে হাজতির মৃত্যু

জয়পুরহাট: বিশেষ ক্ষমতা আইনের মামলায় জয়পুরহাট জেলা কারাগারে থাকা আজিজুল হক রাজ্জাক (৪৩) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত আজিজুল হক নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ গ্রামের জাহের আলী ওরফে মোখলেছুরের ছেলে।   

জয়পুরহাটের জেল সুপার রীতেশ চাকমা জানান, আজিজুল হক পাঁচবিবি থানার একটি মামলায় গ্রেফতার হয়েছিলেন। পরে তাকে নওগাঁ কারাগারে পাঠানো হলেও ২৩ আগস্ট তাকে জয়পুরহাট জেলা কারাগারে নিয়ে আসা হয়।  

তিনি মাদকসেবী। সোমবার সকালে জয়পুরহাট জেলা কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় কর্তৃপক্ষ দ্রুত তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

আজিজুল হকের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ হস্তান্তর করা হবে বলেও জানান জেল সুপার রীতেশ চাকমা।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।