ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঝিনাইগাতীতে খালের পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
ঝিনাইগাতীতে খালের পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু প্রতীকী ছবি

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে নদীতে খালের পানিতে ডুবে অন্তর (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।  

বুধবার (৩১ আগস্ট) দুপুরের দিকে উপজেলার বানিয়াপাড়া বুড়াপিরের দরগাহ খালে এ ঘটনা ঘটে।

 

নিহত অন্তর ওই উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের আব্দুল কাশেমের ছেলে। তিনি শেরপুরের ডাক্তার সেকান্দর আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।  

জানা গেছে, তার দুই বোন থাকলেও তিনি বাবার একমাত্র ছেলে সন্তান ছিল।  

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরের দিকে অন্তর বাড়ির পার্শ্ববর্তী দরগাহ খালে মাছ ধরতে নেমে পানিতে ডুবে যায়। আশেপাশের লোকজন টের পেয়ে খালে নেমে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাঁতার না জানার কারণে পানিতে ডুবে অন্তরের মৃত্যু হয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।  

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।