ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

বরগুনা: বরগুনার বেতাগীতে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে তাসিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে দিকে উপজেলা পরিষদের পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত তাসিন বেতাগী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মো. রফিকুল ইসলাম শাকিলের ছেলে।

পারিবারিক সুত্রে জানা গেছে, তাসিন বিকেল ৩টার দিকে বাসার কাছের উপজেলা পরিষদের পুকুরের পাশে খেলতে যায়। কিন্তু একপর্যায়ে সবার অজান্তে শিশুটি পাড় থেকে পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বেতাগী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে তাসিন নামে এক শিশু সবার অজান্তে পুকুর পাড়ে খেলতে গিয়ে হঠাৎ পানিতে পড়ে ডুবে যায়। হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।