ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

তেঁতুলিয়ায় হেরোইনসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২২
তেঁতুলিয়ায় হেরোইনসহ যুবক আটক

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই গ্রাম হিরোইনসহ আবু হানিফ ওরফে হানি (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার দেবনগড় ইউনিয়নের হরবাবী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পরে শনিবার (০৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী।

আটক হানিফ উপজেলার দেবনগড় ইউনিয়নের হরবাবী গ্রামের সামসুল হকের ছেলে।

ওসি আবু সাঈদ চৌধুরী বাংলানিউজকে বলেন, শুক্রবার রাতে গোপন তথ্য পাই যে হরবাবী গ্রামে মাদক কেনাবেচা হচ্ছে। তথ্যের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) দীন বন্ধু রায় পুলিশের একটি টিম নিয়ে উপজেলার দেবনগড় এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে পুলিশ অবস্থান করার সময় পালানোর চেষ্টাকালে হানিফকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশী চালিয়ে দুই গ্রাম হেরোইন জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটক হানিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।