ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

কেএসআরএমের উদ্যোগে সিলেট অঞ্চলে প্রকৌশলীদের মতবিনিময়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২২
কেএসআরএমের উদ্যোগে সিলেট অঞ্চলে প্রকৌশলীদের মতবিনিময় ...

সিলেট সদরের তারকা হোটেল রোজ ভিউতে সিলেট অঞ্চলের প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে কেএসআরএম।  

সম্প্রতি অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেএসআরএমের মহাব্যবস্থাপক কর্নেল (অব.) প্রকৌশলী মো. আশফাকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদ ও অধ্যাপক ড. জহির বিন আলম। অন্যান্যের মধ্যে ছিলেন কেএসআরএমের উপ মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মোজাম্মেল হক, উপ ব্যবস্থাপক (ব্যবসা উন্নয়ন) প্রকৌশলী জাহাঙ্গীর আলম চৌধুরী, কর্মকর্তা মিজানুল ইসলাম প্রমুখ। এছাড়াও সিলেট অঞ্চলের সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন সভায়।  

বক্তারা বলেন, সিলেট অঞ্চল ভূ-প্রাকৃতিকভাবেই ভূমিকম্পপ্রবণ এলাকা। তাই নির্মাণকাজে প্রকৌশলীদের অধিক সতর্কতা অবলম্বন করতে হয়। ঝুঁকির বিষয়টি মাথায় রাখতে হয় প্রতিনিয়ত। মানসম্পন্ন নির্মাণসামগ্রী ব্যবহার করতে হয় অত্যাবশ্যকীয়ভাবে। বিশেষ করে ভবন নির্মাণে মানসম্পন্ন রড ব্যবহারের বিকল্প নেই। সেই দৃষ্টিকোণ থেকে স্থানীয় প্রকৌশলীদের সঠিক ধারণা দেওয়ার জন্য ইস্পাত নির্মাণ শিল্প প্রতিষ্ঠান কেএসআরএমের এ ব্যতিক্রমী উদ্যোগ। এই মতবিনিময়ের মাধ্যমে প্রকৌশলীরা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করে টেকসই নির্মাণ কৌশল জানতে পেরেছেন। এ ছাড়া কেমন গুণগতমানের রড ব্যবহার করলে ভূমিধস ও ভূমিকম্পপ্রবণ এলাকায় বহুতল ভবন নির্মাণ সম্ভব এমন সব ধারণা পাওয়া যায় মতবিনিময়ে।

সভায় দীর্ঘদিন ধরে কেএসআরএম রড তৈরিতে উন্নতমানের কাঁচামালের ব্যবহার, আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা ও গ্রাহকদের আস্থার বিষয়ে আপসহীন মনোভাবের প্রশংসা করেন বক্তারা।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।