ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, দু’দিন পর মিলল মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২২
নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, দু’দিন পর মিলল মরদেহ

দিনাজপুর: দিনাজপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দু’দিন পর নাদিম (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার পাঁচ নম্বর শশরা ইউনিয়নের পাঁচবাড়ী হাট এলাকায় আত্রাই নদীর ওপর নির্মিত সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শনিবার (৩ সেপ্টেম্বর) নিখোঁজ হয়েছিলেন তিনি।

মৃত নাদিম সদর উপজেলার দুই নম্বর সুন্দরবন ইউনিয়নের দরবারপুর ফকিরপাড়ার এনামুল হকের ছেলে।

পুলিশ জানায়, শনিবার আত্রাই নদীর বীরগাঁও ঘাটে তিন বন্ধু মিলে গোসল করতে নামলে নিখোঁজ হন নাদিম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে সোমবার সেতুর নিচে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে নাদিমের মরদেহ উদ্ধার করা হয়।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মওলা বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।