ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

লালপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২২
লালপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রতীকী ছবি

নাটোর: নাটোরের লালপুরে ডোবার পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার সময় উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের জুকাদহ গ্রামে এ ঘটনা ঘটে।

শিমলা একই গ্রামের শিপনের মেয়ে ও মঈন সহদর রিপনের ছেলে।  

মৃতরা হলো- শিমলা (৪) ও মঈন (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

স্থানীয়দের বরাত দিয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বাংলানিউজকে জানান, সকাল থেকেই নিখোঁজ ছিল শিমলা ও মঈন। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরের দিকে ডোবার পানি থেকে নিথরাবস্থায় ভাসমান শিশু দুইটিকে উদ্ধার করে পাশ্ববর্তী ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।