ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রলির ধাক্কায় মোহাম্মদ আলী (৪) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৭ আগস্ট) দুপুরের দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

আলী একই উপজেলার লালাপুর গ্রামের মেরাজুল ইসলামের ছেলে।

মৃত শিশুটির দাদা সৈবুর রহমান জানান, দুপুরে বাড়ির সামনে রাস্তার ধারে খেলছিল আলী। খেলার একপর্যায়ে দৌঁড়ে রাস্তা উঠলে ধান ভর্তি একটি ট্রলিচাপায় গুরুতর আহত শিশুটি। পরিবারের লোকজন আলীকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এ ব্যাপারে গোমস্তাপর থানার উপ-পরিদর্শক (এসআই) আহম্মদ আলী জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।