ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

সিলেটে সুরমা নদীতে নেমে স্কুলছাত্র নিখোঁজ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২২
সিলেটে সুরমা নদীতে নেমে স্কুলছাত্র নিখোঁজ  সংগৃহীত ফাইল ছবি

সিলেট: সিলেট নগরের উপকণ্ঠে সুরমা নদীতে গোসল করতে নেমে মাহিন আহমদ মাহি (১৩) নামে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে।  

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের পূর্ব বুরহানাবাদ মসজিদের সামনে খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

 

নিখোঁজ মাহিন একই নগরের সাদাটিকরের মো. বাবু মিয়ার ছেলে। সে স্থানীয় এবিসি কিন্ডারগার্টেন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

স্থানীয় আনসার কামান্ডার ইমতিয়াজ রহমান ইনু জানান, বিকেলে দুই বন্ধু মিলে সুরমা নদীতে গোসল করতে নেমে সাঁতার কাটার চেষ্টা করে। সে সময় তীব্র স্রোতে পানিতে তলিয়ে যায় মাহি। তাৎক্ষণিক ৯৯৯-এ কল দিয়ে জানানো হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে নামলেও কিশোরটির সন্ধান পাওয়া যায়নি।

সিলেট মিহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, দমকল বাহিনীর ডুবুরিরা সন্ধ্যা পর্যন্ত খোঁজ করে না পেয়ে উদ্ধার অভিযান বন্ধ রেখেছেন। বৃহস্পতিবার থেকে ফের উদ্ধার তৎপরতা চালানো হবে।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২২
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।