ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পুলিশের ধাওয়া খেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
পুলিশের ধাওয়া খেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ে জুয়ার আসরে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মিজানুর রহমান মিজান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোন্দ্রম দিঘিরপাড় এলাকায় ঘটে এ ঘটনা।

নিহত মিজান একই পাশের শোভারামপুর নোয়াপাড়া মীর বাড়ির আজিজুর রহমানের ছেলে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বাংলানিউজকে জানান,  মিজানসহ কয়েকজন মিলে জুয়ার আসরে ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন মিজান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মিজনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি মিজান আগে থেকেই হার্টের রোগী ছিলেন। ধারণা করছি হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।