ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

পুকুরে জাল টেনে ওঠানো হলো মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
পুকুরে জাল টেনে ওঠানো হলো মরদেহ

কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটে মীর হোসেন মীরু (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৫সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শুভপুর গ্রামের তার নিজ পুকুরে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মীর হোসেন ওই গ্রামের বাহরাইন প্রবাসী মিজানুর রহমানের বাবা। পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় চৌকুড়ি হাইস্কুলের শিক্ষক ও নিহত মীরুর প্রতিবেশী শাহাব উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান মীর হোসেন। প্রায় দেড় থেকে দুই ঘণ্টাতেও তিনি ঘরে না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু তাকে না পেয়ে ধারণা করে জেলে এনে ওই পুকুরে জাল ফেলা হয়। সেই জালের মধ্যে তার মরদেহ উঠে আসে।

তিনি আরও জানান, মীর হোসেন আগে থেকেই অসুস্থ ছিলেন। কয়েক মাস আগেই তার হার্টে রিং পরানো হয়েছিল। ধারণা করা হচ্ছে তিনি অসুস্থ হয়ে পড়ায় পানিতে তলিয়ে গেছেন।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বাংলানিউজকে বলেন, বিষয়টি সম্পর্কে জেনেছি। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে তিনি পানিতে ডুবে যান। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।