ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিএমএ খুলনার সভাপতি বাহারুল, সা. সম্পাদক মেহেদী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
বিএমএ খুলনার সভাপতি বাহারুল, সা. সম্পাদক মেহেদী

খুলনা: বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে ডা. শেখ বাহারুল আলম সভাপতি এবং ডা. মেহেদী নেওয়াজ সাধারণ সম্পাদক পুননির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে বৈরী আবহাওয়া উপেক্ষা করে  সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেন চিকিৎসকরা। নির্বাচনে দুই হাজার ১৫০ জন ভোটারের মধ্যে এক হাজার ৬৭৯ জন ভোট দেন।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতারা দুটি প্যানেলে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপির সমর্থিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) চিকিৎসকরা নির্বাচনে অংশ নেননি।

নির্বাচনে তিনটি সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এ টি এম মঞ্জুর মোর্শেদ, মোল্লা হারুন অর রশিদ ও এস এম শামসুল আহসান।

নির্বাচিত অন্যরা হলেন কোষাধ্যক্ষ পদে কুতুব উদ্দিন মল্লিক, যুগ্ম সম্পাদক পদে নিয়াজ মুস্তাফি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে সুমন রায়, বিজ্ঞান বিষয়ক সম্পাদক দেবনাথ তালুকদার রনি, অফিস সম্পাদক এস এম তুষার আলম, প্রচার সম্পাদক সাইফুল্লাহ মানসুর, সাংস্কৃতিক সম্পাদক সোহানা সেলিম, সমাজ কল্যাণ সম্পাদক মহিবুল হাসান খান, লাইব্রেরি সম্পাদক পলাশ কুমার দে।

১০টি নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন প্রিতিশ তরফদার, ডলি হালদার, পার্থ প্রতিম দেবনাথ, উপানন্দ রায়, মেহেদী হাসান, শেখ আওরঙ্গজেব প্রিন্স, নিরুপম মণ্ডল, পরিতোষ কুমার চৌধুরী, মেহেদী হাসান সৈকত ও মিথুন কুমার পাল।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।