ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

শ্যামনগরে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
শ্যামনগরে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়নের ধূমঘাট মটেরচকে পানিতে ডুবে একাদশী মণ্ডল (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়।

একাদশী মটেরচক গ্রামের জয়ন্ত মণ্ডলের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে একাদশী প্রতিদিনের মতো প্রতিবেশী সুবাস সরকারের পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানায় হঠাৎ পা পিছলে তিনি পুকুরে পড়ে যান। এসময় সঙ্গে থাকা সবিতা রানী একাদশীর পুকুরে ডুবে যাওয়ার বিষয়টি পাশের বাড়িতে জানায়। তাৎক্ষণিক প্রতিবেশীরা এসে একাদশীকে পুকুর থেকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

ঈশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট শোকর আলী পানিতে ডুবে মৃত্যু বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়েটি ভারতীয়। আমি ভিডিও কলে তার মায়ের সঙ্গে কথা বলেছি। সে সাঁতার জানতো না।  

শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) রিপন জানান, তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে মর্গে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।