ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা নতুন এসপির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা নতুন এসপির

রাঙামাটি: রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন সদ্য যোগ দেওয়া পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

পুলিশ সুপার বলেন, প্রত্যেক পুলিশ সদস্যকে ইন্টিগ্রেটি ও পেশাদারিত্ব নিয়ে কাজ করতে হবে। তাহলে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীটি সুনাম কুঁড়াতে পারবে।

পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, আমাদের সমাজের বেশিরভাগ নারী সাইবার বুলিংয়ের শিকার হয়। তাদের কথা চিন্তা করে আমরা একটি বিশেষ সেল গঠন করবো। পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিত করতে একটি হেল্প ডেস্ক গঠন করা হবে। জেলায় আইন শৃঙ্খলা রক্ষা, গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিরসনসহ সীমা এবং সাধ্যের মধ্যে যতটুকু ঢেলে সাজানো যায় তার সবটুকু দিয়ে আগামীর সুন্দর রাঙামাটি গঠনে কাজ করা হবে।

স্থানীয় সাংবাদিকদের প্রতি পুলিশের সহায়তা এবং পুলিশের প্রতি গণমাধ্যমকর্মীরা সহায়তার হাত বাড়িয়ে দেবেন বলে মত প্রকাশ করেন এসপি মীর আবু তৌহিদ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মারুফ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ (ডিএসবি) ওয়াহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুর রহমান, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল এবং সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ স্থানীয় অন্যান্য গণমাধ্যমকর্মী এবং পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।