ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

মেহেরপুরে হেরোইনসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
মেহেরপুরে হেরোইনসহ যুবক আটক

মেহেরপুর: মেহেরপুরে দুই গ্রাম হেরোইনসহ মিঠুন ইসলাম (২৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

আটক মিঠুন ইসলাম মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার রাধিকানগর গ্রামের আরআর এস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে হেরোইন কেনা-বেচা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মিঠুনের দেহ তল্লাশি করে দুই গ্রাম হেরোইন পাওয়ায় তাকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গীরা পালিয়ে গেছেন।  

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮(ক) ধারায় সদর থানায় একটি মামলা হয়েছে। মিঠুনকে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।