ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

কিশোর গ্যাংয়ের সংঘর্ষের শঙ্কায় কুমিল্লা টাউন হল মাঠ বন্ধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
কিশোর গ্যাংয়ের সংঘর্ষের শঙ্কায় কুমিল্লা টাউন হল মাঠ বন্ধ 

কুমিল্লা:কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে টাউন হল গেট।  

কুমিল্লা নগরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় এলাকায় অবস্থিত টাউন হল মাঠটি নগরীর বাসিন্দাদের প্রধান মিলনমেলা স্থল।

বিশেষ করে সন্ধ্যার পর থেকে নগরের হাজারো বাসিন্দা সেখানে সময় কাটায়।
বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পুলিশের একটি টহল টিম টাউন হল মাঠে ঢুকে কিশোর বয়সী ছেলেদের সরে যেতে বলে।

পরে টাউন হলে আড্ডা দেওয়া সব বয়সী মানুষকে সরিয়ে দেওয়া হয়। এ সময় টাউন হল ও আশপাশে অবস্থানরত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, টাউন হলে কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপের সদস্যরা সংঘর্ষের উদ্দেশে অবস্থান নিয়েছে-এমন তথ্য জানার পর পুলিশ সদস্যরা তাৎক্ষণিক টহল জোরদার করেন। এরপর টাউন হলে অবস্থান নেওয়া কিশোরদের বের করে দেন পুলিশ সদস্যরা। পরে আবারও কিছু কিশোর টাউন হলে অবস্থান নিলে সেখানকার দর্শনার্থীদের বের করে দেয় পুলিশ। এ সময় টাউন হলে থাকা চা দোকান ও স্ট্রিট ফুডের দোকানগুলোও বন্ধ করে দেওয়া হয়। টাউন হল কর্তৃপক্ষ টাউন হলের মূল প্রবেশদ্বারসহ দুটি গেটই বন্ধ করে দেয়।
কুমিল্লা কোতোয়ালি থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।