ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় ছুরিকাঘাতে কিশোর খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
কুমিল্লায় ছুরিকাঘাতে কিশোর খুন প্রতীকী ছবি

কুমিল্লা: কুমিল্লার তিতাস উপজেলায় ছুরিকাঘাতে মো. সিয়াম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।  

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে তিতাসের গাজীপুর আজিজিয়া সিনিয়র দাখিল মাদরাসা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

 

নিহত সিয়াম ওই উপজেলার মজিদপুর ইউনিয়নের চরমোহনপুর গ্রামের বাক্কা মিয়ার ছেলে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ওই কেন্দ্রের সামনে কয়েকজন লোক সিয়ামকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে ছুরিকাঘাত করে সেখান থেকে দ্রুত তারা পালিয়ে যান। আহতাবস্থায় সিয়ামকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়  স্থানীয়রা। সেখানে নেওয়ার কিছুক্ষণ পরই সিয়ামের মৃত্যু হয়।

ওই স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আমেনা আক্তার বলেন, ১টা ২০ মিনিটে সিয়ামকে মুমূর্ষু অবস্থায় আনা হয়। এ সময় ছেলেটির শরীরের পেছনে কোমরের অংশে দুইটি গভীর ছুরিকাঘাত ছিল। অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি। ১টা ৪৫ মিনিটে সিয়ামের মৃত্যু হয়।

এ ব্যাপারে মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা এখনও বিস্তারিত জানা যায়নি।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। খবর নিয়ে বিস্তারিত জানাব।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।