ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

সেনবাগে কিশোর গ্যাংয়ের ২৩ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩১, সেপ্টেম্বর ২৯, ২০২২
সেনবাগে কিশোর গ্যাংয়ের ২৩ সদস্য আটক

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ২৩ সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তবে আটক কিশোর গ্যাং সদস্যদের বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্কুল পড়ুয়া উঠতি বয়সী ২৩ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করেছে পুলিশ।  

ওসি আরও জানান, আটক কিশোরদের ব্যাপারে যাচাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং যারা অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ