ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৫, সেপ্টেম্বর ২৯, ২০২২
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুস সালাম মোল্লা (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছে। তিনি উপজেলার কাজুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ০৫ নম্বর ওয়ার্ডের সদস্য।


 
বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের দত্তডাঙ্গা নামক স্থানে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে মোটরসাইকেলের ধাক্কায় আহত হন তিনি। এ অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত আব্দুস সালাম মোল্লা দত্তডাঙ্গা গ্রামের বাসিন্দা।
 
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।