ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

শাহবাগ থেকে ১ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩০, সেপ্টেম্বর ২৯, ২০২২
শাহবাগ থেকে ১ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা: রাজধানীর শাহবাগ এলাকা থেকে এক হাজারটি ইয়াবাসহ নুরুল ইসলাম বদিয়া নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।  ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।  

 ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মানিকের ভাতের হোটেলের সামনে অভিযান চালিয়ে এক হাজারটি ইয়াবাসহ নুরুলকে গ্রেফতার করা হয়। এসময় মাদক কারবারের কাজে ব্যবহৃত একটি মোবাইলসেট জব্দ করা হয়।

তিনি বলেন, গ্রেফতার নুরুল কক্সবাজারসহ দেশের সীমান্ত এলাকা থেকে ইয়াবা ক্রয় করে ঢাকা শহর ও আশপাশের এলাকায় বিক্রি করতেন। তার বিরুদ্ধে শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
এজেডএস/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।