ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপভ্যানের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপভ্যানের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত ইমতিয়াজ আপন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপভ্যানের চাপায় ইমতিয়াজ আপন (৩৭) নামে সোনালী ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার (১ অক্টোবর) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের শহরের ভাদুঘর তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ইমতিয়াজ আপন জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড্ডা গ্রামের নিজামুদ্দিনের ছেলে। বর্তমানে তিনি পৌর শহরের দাতিয়ারা এলাকায় বসবাস করতেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া টি এ রোড সোনালী ব্যাংক শাখার সিনিয়র অফিসার (ক্যাশ এর দায়িত্বে ছিলেন)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে নিজের মোটরসাইকেলে পাম্প থেকে তেল নিয়ে মহাসড়কের উঠছিলেন আপন।  এ সময় একটি পিকআপভ্যান দ্রুতগতিতে এসে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ বসু জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad