ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

মুক্তাগাছায় ছুরিকাঘাতে কাউন্সিলরের ছেলে খুন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২২
মুক্তাগাছায় ছুরিকাঘাতে কাউন্সিলরের ছেলে খুন 

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় ছুরিকাঘাতে শান্ত রহমান (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। সে মুক্তাগাছা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমানের ছেলে।

এ ঘটনায় সাজ্জাত হোসেন শিমুল (২২) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) রাতে পৌর শহরের গরুর হাটে এ ঘটনা ঘটে।  

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) চাঁদ মিয়া এ তথ‍্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ছুরিকাহত অবস্থায় শান্তকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা গেছে।  
কে বা কারা কেন তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের চেষ্টা চলছে।  


মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান বলেন, শান্তর সঙ্গে থাকা সাজ্জাত হোসেন শিমুল নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে নেশাজাতীয় ইনজেকশন, চাপাতি (দেশি অস্ত্র) উদ্ধার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।