ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

চুনারুঘাটে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২২
চুনারুঘাটে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এখলাছ মিয়া (২৭) এক ব্যাটারিচালিত ইজিবাইক চালকের হাত ও পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

চুনারুঘাট থানা পুলিশ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে মরদেহটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত এখলাছ মিয়া উপজেলার পাইকপাড়া ইউনিয়নের মোঘড়াপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ জানান, এখলাছ গত বুধবার তার ইজিবাইকটি নিয়ে বাড়ি থেকে বের হন। বৃহস্পতিবার সকালে দেউন্দি চা-বাগানের ১৫ নম্বর সেক্টর লাইনের পাশের একটি ঝোপঝাড় তার হাত মরদেহ হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দুপুরে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

ওসি আরও জানান, এখলাছ মিয়ার মরদেহে ধারালো অস্ত্রের কয়েকটি আঘাত রয়েছে। ঘটনাস্থলে  তার ইজিবাইকটি পাওয়া যায়নি। এনিয়ে পুলিশ তদন্তে নেমেছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।