ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২২
ফরিদপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন 

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শ্বাশুড়ি রহিমা বেগমকে (৫৫) চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করার অভিযোগ ওঠেছে মেয়ে জামাইয়ের বিরুদ্ধে।  

শনিবার (৮ অক্টোবর) সকালে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বাংলানিউজকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (৭ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের সাবার গ্রামে এ ঘটনা ঘটে।  

জানা যায়, প্রাকৃতিক কাজের প্রয়োজনে শাশুড়ি রহিমা বেগম ঘরের বাইরে বের হলে তাকে চাকু দিয়ে এলোপাতাড়ি কোপান ওঁৎ পেতে থাকা মেয়ে জামাই ইউনুস মোল্যা। চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসী এগিয়ে আসলে ইউনুস পালিয়ে যান। পরে শ্বাশুড়িকে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তবে, কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি।

এ বিষয়ে ওসি মো. হাবিল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।