ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশাশুনিতে চিংড়িতে অপদ্রব্য পুশ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
আশাশুনিতে চিংড়িতে অপদ্রব্য পুশ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিনষ্ট করা হয়েছে অপদ্রব্য পুশ করা ১২৫ কেজি চিংড়ি।

মঙ্গলবার (১১ অক্টোবর) উপজেলার মহেশ্বরকাটি বাজারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল ও আশাশুনি উপজেলা মৎস্য অফিসের একটি সমন্বিত টিম এ অভিযান পরিচালনা করে।

এসময় চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার অপরাধে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিধিমালা ১৯৯৭ এর বিধি ৪ (৪) মোতাবেক মহেশ্বরকাটি বাজারের ব্যবসায়ী অহিদুল ইসলামকে ২০ হাজার টাকা, কালিপদ সাহাকে ১০ হাজার টাকা এবং মোজাফ্ফার হোসেনকে ১০ হাজার টাকা জরমিানা করা হয়। সেই সঙ্গে জব্দ করা হয় অপদ্রব্য পুশ করা ১২৫ কেজি চিংড়ি।
র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি সদর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।