ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কোটালীপাড়ায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
কোটালীপাড়ায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় শিক্ষার্থীর মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় খুলনা কৃষি বিদ্যালয়ের ছাত্র অংকন বিশ্বাস (২২) নিহত হয়েছেন। এছাড়া এই দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (১২ অক্টোবর) সকাল ১১টায় গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের তারাশী বাসস্ট্যান্ড এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

নিহত অংকন বিশ্বাস কোটালীপাড়ার তারাশী গ্রামের পল্লব বিশ্বাসের ছেলে।

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজ কুমার বাংলানিউজকে জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের তারাশী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ফুটপাতে থাকা অংকন বিশ্বাসসহ কয়েকজনকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই অংকনের মৃত্যু হয়। এছাড়া সে সময় আরও পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছেন। মরদেহটি উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।