ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেলকুচিতে মা ইলিশ ধরার দায়ে ১৩ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
বেলকুচিতে মা ইলিশ ধরার দায়ে ১৩ জেলের কারাদণ্ড

 সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ নিধনের অভিযোগে ১৩ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান তাদের কারাদণ্ড দেন।


 
আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার দিনভর যমুনা নদীর মূলকান্দি ও মেহেরনগর পয়েন্টে অভিযান চালিয়ে ওই ১৩ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০ হাজার মিটার জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৩৭ ঘন্টা, অক্টোবর ১৪, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।