ঢাকা, সোমবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ মে ২০২৪, ১৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে সড়কের পাশে পড়েছিল বস্তাবন্দি মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
ময়মনসিংহে সড়কের পাশে পড়েছিল বস্তাবন্দি মরদেহ

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর একটি সড়কের পাশে ঝোপের ভেতর থেকে বস্তাবন্দি অজ্ঞাত (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে নগরীর বাদেকল্পা রহমতপুর এলাকার বাইপাস সড়কের পাশে ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ত্রিদীপ কুমার বীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে নগরীর বাদেকল্পার রহমতপুর থেকে ঢাকা বাইপাস সড়কের পাশে ঝোপের ভেতর নারীর বস্তাবন্দি মরদেহ দেখে ৯৯৯ ফোন দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল গিয়ে বস্তা থেকে রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই ত্রিদীপ আরও জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞত ওই নারীকে হত্যা করে ফেলে রাখা হয়েছিল। এ ঘটনায় নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। সেইসঙ্গে আইনি ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।