ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ফেরি। ফাইল ছবি

রাজবাড়ী: ১৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।  

মঙ্গলবার (২৫ অক্টোবর) ফেরি স্বাভাবিক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন বিআইডব্লিটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন।

এর আগে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দুর্ঘটনা এড়াতে সোমবার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে ওই রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গত রোববার (২৩ অক্টোবর) রাত থেকেই জেলায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত শুরু হয়।

দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিকেল থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। মঙ্গলবার পরিস্থিতির উন্নতি হলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তাছাড়া এ রুটে বর্তমানে যানবাহনের কোনো চাপ নেই। নদী পারের জন্য দৌলতদিয়া প্রান্তে অপেক্ষমাণ তেমন কোনো যানবাহন নেই।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।