ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাতিসংঘে প্রধানমন্ত্রীর বাংলায় ভাষণ রোববার ভোরে

আরিফ আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০
জাতিসংঘে প্রধানমন্ত্রীর বাংলায় ভাষণ রোববার ভোরে

ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ৩ টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্কের স্থানীয় সময় হবে শনিবার বিকাল ৫টা।

এ ভাষণে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হয়েছে এবং হচ্ছে তা কাটিয়ে উঠতে উন্নত দেশগুলোর কাছে সহযোগিতার আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি তিনি অর্থনৈতিক মন্দা মোকাবেলায় বর্তমান সরকারের অবদানগুলো বিশ্ব নেতাদের কাছে তুলে ধরতে পারেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে ২৭ সেপ্টেম্বর শেখ হাসিনা ভাষণ দেওয়ার কথা থাকলেও পরে তা দুই দিন এগিয়ে আনা হয়।

এটি হবে জাতিসংঘে শেখ হাসিনার দ্বিতীয়বারের মতো বাংলায় ভাষণ। গত বছরও এই অধিবেশনে বাংলায় ভাষণ দেন তিনি।

উল্লেখ্য, ১৯৭৪ সালে জাতিসংঘে  বাংলায় প্রথম ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এদিকে, প্রধানমন্ত্রীর ভাষণে সামনে রেখে নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ভাষণ শুরুর দুই ঘণ্টা আগেই তারা জাতিসংঘ ভবনের সামনে অবস্থান নেবেন বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে।

তবে প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিবাদ জানাতে বিএনপি’র পক্ষ থেকেও কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সূত্র।

বাংলাদেশ সময় : ১৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ