ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

৩ দিন পর মিলল নিখোঁজ জেলের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
৩ দিন পর মিলল নিখোঁজ জেলের মরদেহ

বরগুনা: বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে গভীর রাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর সুজন মল্লিক নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের গোড়া পদ্মা কুমির মারা চর এলাকায় মরাদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

সদর থানার বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সুজন বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী গ্রামের আক্কাস মিয়ার ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বাংলানিউজকে বলেন, শনিবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে রাসেল নামে এক ব্যবসায়ীর মালিকানাধীন এমভি মা নামের ট্রলারে করে ১৫ জন জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। ওই দিন রাত ১টার দিকে সুজন নামে ওই জেলেকে তারা আর দেখতে না পেয়ে তাকে খুঁজতে আবার ওই পথে খুঁজতে খুঁজতে আসেন। পরে নিখোঁজ হওয়ার তিন দিন সোমবার রাতে বরগুনা থানার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের গোড়া পদ্মা কুমির মারা চর এলাকায় সুজনের ভাসতে দেখা যায়। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে ৯৯৯ নাম্বারে কল দিয়ে পুলিশকে জানান। এর পর পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।