ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী নিহত প্রতীকী ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার হাজিডাঙ্গা এলাকায় রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে শাহ পরান (১৮) ও একই গ্রামের নেছার উদ্দিনের ছেলে আল মাহমুদ (১৭)। এরা দু’জন সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে মহেশপুরের মালাধরপুর গ্রাম থেকে শাহ পরান ও আল মাহমুদ জেলা সদর উপজেলার হলিধানী গ্রামে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে আরোহী দুইজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাহ পরানকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত আল মাহমুদের শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসকরা। পরে তাকে যশোর নেওয়ার পথে সেও মারা যায়।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।