ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মতিঝিলে সিঁড়ি থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২২
মতিঝিলে সিঁড়ি থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মতিঝিল এজিবি কলোনীর একটি বাসার সিঁড়ি থেকে পড়ে ফারুক আহমেদ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

সোমবার (৭ নভেম্বর) দুপুরে দিকে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

মৃত ফারুকের স্ত্রী লায়লা বেগম জানান, তাদের বাড়ি সিলেট জেলার মোগলাপুর থানার শরীফপুর গ্রামে। মতিঝিল এজিবি কলোনীতে থাকলেও বর্তমানে সিলেটে থাকেন। তার স্বামী প্রধানমন্ত্রীর কার্যলায়ের গাড়িচালক ছিলেন। ২০২১ সালে তিনি অবসরে গেছেন। তারপর থেকে এজিবির বাসা ছেড়ে সিলেটে চলে যান।  

তিনি আরও জানান, অফিসের কাজের জন্য মেয়ে তাহমিদা আক্তার মুন্নিসহ স্বামীর সঙ্গে সিলেট থেকে ঢাকায় আসেন। দুপুরে এজিবি কলোনীর প্রতিবেশীর বাসায় উঠার সময় হঠাৎ সিঁড়িতে মাথা ঘুরে নিচে পড়ে যান তিনি। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২২
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।