ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হতে জাতিসংঘের ম্যান্ডেট নেই: গোয়েন লুইস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২২
নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হতে জাতিসংঘের ম্যান্ডেট নেই: গোয়েন লুইস ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস বলেছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হতে জাতিসংঘের ম্যান্ডেট নেই। তবে বাংলাদেশ সরকার বা নিরাপত্তা পরিষদ চাইলে নির্বাচনে সহযোগিতা দেবে জাতিসংঘ।

মঙ্গলবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) ‘ডিকাব টক’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

গোয়েন লুইস বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়। এ পরিস্থিতিতে সব পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রাখা প্রয়োজন।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি আমাদের কৃতজ্ঞতা। রোহিঙ্গাদের প্রতি আমরা সংহতি জানাই। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে জাতিসংঘ কাজ করছে। আমরা রোহিঙ্গা সঙ্কটের রাজনৈতিক সমাধান চাই। আমাদের উদ্যোগ অব্যাহত রেখেছি।  

এক প্রশ্নের উত্তরে গোয়েন লুইস বলেন, ইউক্রেন সঙ্কট নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। এ সঙ্কট নিয়ে নিরাপত্তা পরিষদে সংলাপ হয়েছে। এটা একটি কঠিন ও জটিল বিষয়।

জাতিসংঘের আবাসিক দূত বলেন, জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের ৬ হাজার ৮০০ শান্তিরক্ষী রয়েছে। সেখানে বাংলাদেশের ৫০০ নারী শান্তিরক্ষী রয়েছে। এটা খুব ইতিবাচক।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য ডোনারদের দেওয়া ফান্ড থেকে জাতিসংঘের স্থানীয় অফিস ব্যবস্থাপনার জন্য মাত্র ৬ থেকে ৭ শতাংশ ব্যয় করে। বাকি অর্থ রোহিঙ্গাদের জন্য ব্যয় করা হয়। এ ব্যয়ে স্বচ্ছতা রয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ডিকাব প্রেসিডেন্ট রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।