ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জোড়া লাগানো শিশুকে নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন দম্পতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
জোড়া লাগানো শিশুকে নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন দম্পতি জোড়া লাগানো শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন সেলিম-সাথী দম্পতি।

সাভার, (ঢাকা): সাভারে জন্ম নেওয়া জোড়া লাগানো দুই শিশুকন্যাকে কোলে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন সেলিম-সাথী নামে এক দম্পতি। শিশু দুটিকে পৃথক জীবনে ফেরানোর জন্য অপারেশন ও চিকিৎসার জন্য অর্থ যোগাতে এ কাজ করছেন তারা।



বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে সাভার উপজেলা চত্বরের পাশে শিশু দুটিকে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সেলিম দম্পতিকে।  

ওই শিশুদের পরিবার আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। তাদের গ্রামের বাড়ি দোহার থানার ওরঙ্গবাজ গ্রামে। সেলিম দোকানে গ্রিলের কাজ করেন।

এ সময় তার সঙ্গে কথা হলে মো. সেলিম জানান, গত বছর ১৯ অক্টোবর সাভারের সুপার ক্লিনিকে জন্মগ্রহণ করে খাদিজা ও সুমাইয়া। নিম্নআয়ের সেলিম এক বছর ১০ দিন বয়সী দুই শিশুকে জন্মের পর থেকেই পৃথক করার জন্য দ্বারে দ্বারে অর্থের জন্য যাচ্ছেন। দুই জোড়া মেয়েকে নিয়ে পৃথক করতে যে অর্থের প্রয়োজন তার পক্ষে সেটা বহন করা সম্ভব না। ইতোমধ্যে শিশু দুটিকে সুস্থ রাখতে রাজধানীর শিশু হাসপাতালে বিভিন্ন সময়ে চিকিৎসা দিয়েছেন।

তিনি বলেন, আমার বাচ্চা দুটি ঢাকা মেডিকেল শিশু ওয়ার্ডের ৫ নম্বর বেডে ভর্তি আছেন। মোটামুটি আমার মেয়ে দুটি শরীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এখন দুইটা পরীক্ষা বাকি আছে। এই দুই পরীক্ষা শেষ হওয়ার পর তারপর অপারেশনের জন্য প্রস্তুতি নেবে ডাক্তার। এই সার্জারি অপারেশন সম্পূর্ণ করতে আমাদের অনেক টাকার প্রয়োজন। এক বছর হাসপাতালে থাকার কারণে জমানো সব টাকা শেষ হয়ে গেছে এবং ঋণও করতে হয়েছে। এখন টাকা না থাকায় আমরা এখন সাহায্যের জন্য মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
এসএফ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।