ফরিদপুর: ফরিদপুরের সাংবাদিক মো. মিজানুর রহমান মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মিজানুর রহমান আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি ছিলেন।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সাংবাদিক মিজানুর রহমান দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি মা, তিন ভাই, তিন বোন, স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে সহকর্মীর মৃত্যুতে আলফাডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম ও সাধারণ সম্পাদক আলমগীর কবির।
মিজানুর রহমানের প্রথম জানাজার নামাজ বাদ যোহর আলফাডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন নতুন প্রেসক্লাব চত্বরের সামনে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বাদ আসর তার নিজ বাড়ি ধানজাইল ঈদগাহ মাঠে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
এমএইচএস