ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝুলছিল যুবকের মরদেহ, চিরকুটে লেখা ‘ভালো রাখতে পারিনি’

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
ঝুলছিল যুবকের মরদেহ, চিরকুটে লেখা ‘ভালো রাখতে পারিনি’

ঢাকা: রাজধানীর মালিবাগের একটি বাসা থেকে নাইম হাসান সবুজ (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার স্ত্রী পরিচয় দেওয়া ফাতেমা আক্তার হারপিক পান করে হাসপাতালে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) হাতিরঝিল থানা উপ-পরিদর্শক (এসআই) সুজন দেব এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সবুজ ও ফাতেমা স্বামী-স্ত্রী পরিচয়ে মালিবাগ রেলগেটের বাগান বাড়ি এলাকার একটি বাড়ির নিচতলা ভাড়া নেন। ১৭ দিন ধরে তারা সেখানে ছিলেন।

তিনি আরও জানান, বুধবার দিবাগত রাতে খবর পেয়ে ওই বাড়ির নিচতলা থেকে সবুজের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। পরে একই বাসা থেকে স্ত্রী পরিচয় দেওয়া ফাতেমাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

এসআই সুজন জানান, সবুজের পরিবার থেকে জানা গেছে, তিনি বিয়ে করেননি। অথচ বাসা ভাড়া নেন স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেই চিরকুটে কয়েক লাইনের মধ্যে একটি ছিল— ‘আমি তাকে ভালো রাখতে পারিনি’। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ফাতেমা সুস্থ হলে তার কাছ থেকে বিস্তারিত জানা যাবে।

কুমিল্লার বরুড়া উপজেলার শফিকুল ইসলামের ছেলে সবুজ। পরিবার জানিয়েছে, তিনি একটি দোকানে কাজ করতেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৫, নভেম্বর ১৭, ২০২২

এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।