ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ধানক্ষেত থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
পঞ্চগড়ে ধানক্ষেত থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলার ধানক্ষেত থেকে আব্দুল বারেক (৫৮) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি মেম্বার) সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

এর আগে জেলার বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের সোনাপাড়া এলাকায় বাড়ির পাশের খালি ক্ষেতে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে। তারপর বোদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তে প্রেরণ করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বাইসাইকেল নিয়ে স্থানীয় কাদেরপুর বাজারের উদ্দেশ্যে বের হয়ে যান সাবেক মেম্বার আব্দুল বারেক। রাতে বাড়ি আসতে দেড়ি দেখে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন খোঁজ পায় নি।  

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাদন্তের প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে। তবে এখন কিছু বলা যাচ্ছে না।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) এসএম সিরাজুল হুদা।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
এসএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।