ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের তারসহ চার চোর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের তারসহ চার চোর আটক

বাগেরহাট: বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের তামার তারসহ চার চোরকে আটক করেছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা।  

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে বিদ্যুৎকেন্দ্রের মূল ফটকে চোরাই তামার তারবহনকারী ট্রাকসহ তাদের আটক করা হয়।

মামলা দায়ের করে আটকদের রামপাল থানায় হস্তান্তর করেছে আনসার সদস্যরা।

আটকরা হলেন- ট্রাকের চালক রামপাল উপজেলার বর্ণি গ্রামের মিশারুল ইসলাম হাওলাদার (২৪), মানিকপুর গ্রামের ইমরান তরফদার (৪২), সুলতানিয়া গ্রামের সাইফুল শেখ (২৬) ও ট্রাকের হেলপার মোরেলগঞ্জের জিউধারা গ্রামের ফুল মিয়া। জব্দকৃত ৪০ কেজি তামার তারের আনুমানিক দাম ৭২ হাজার টাকা।

আনসার ব্যাটালিয়ন খুলনা-৩ এর অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি তল্লাশি করে চোরাই তামার তার জব্দ করা হয়। বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী জব্দকৃত মালামাল ও চোরদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।