ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

বগুড়ায় পিস্তল-ইয়াবাসহ গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
বগুড়ায় পিস্তল-ইয়াবাসহ গ্রেফতার ১ গ্রেফতার জুয়েল চন্দ্র ওরফে হাড়ী জুয়েল

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় বিদেশি পিস্তল ও ইয়াবাসহ জুয়েল চন্দ্র ওরফে হাড়ী জুয়েল (৪২) নামে একাধিক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।  

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে গ্রেফতার জুয়েলকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

 

গ্রেফতার জুয়েল চন্দ্র একই উপজেলার সাবগ্রাম মালিপাড়া এলাকার মনোরঞ্জনের ছেলে।

জানা গেছে, খুন, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামি জুয়েল চন্দ্র। তিনি পলাতক থেকে বিভিন্ন অপরাধমূলক কাজ করছিলেন। গোপন তথ্য পেয়ে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দিনগত রাতে জেলা শহরের কালিতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৬৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।  

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, আটক জুয়েলের নামে বগুড়া সদর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
কেইউএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।