হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার রামপুরে বিষাক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা আপন দুই ভাই।
রোববার (২০ নভেম্বর) শিশুদের হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শিশুরা হলো হবিগঞ্জের বানিয়াচং উপজেলার প্রতাপপুর নোয়াগাঁও গ্রামের আক্তার মিয়ার ছেলে আলী নূর (৫) ও মোবারক মিয়া (৪)।
হাসপাতালে জরুরি বিভাগের খাতায় লেখা হয়েছে বিষক্রিয়ায় শিশুদের মৃত্যু হয়েছে। তবে কি ধরনের বিষক্রিয়া সেটি শনাক্ত করা যায়নি।
হবিগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. সজিব মিয়া জানান, আক্তার মিয়া স্ত্রী ও শিশু সন্তানদের নিয়ে সদর উপজেলার রামপুর গ্রাম থেকে শ্রমিকের কাজ করতেন। রোববার দুপুরে শিশুদের স্বজনরা তাদের বিষাক্রান্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। এসময় ডা. মারুফ আহমেদ তাদের মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোমেন উদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, দুই শিশুর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিকেলে ময়নাতদন্ত হবে। এরপর জানা যাবে কি ধরনের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
আরএ