ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীর নতুন ডিসি শরীফুল ইসলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
পটুয়াখালীর নতুন ডিসি শরীফুল ইসলাম

পটুয়াখালী: পটুয়াখালী জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শরীফুল ইসলাম। তিনি  বর্তমানে জয়পুরহাটের ডিসির দায়্ত্বি পালন করছেন।

পটুয়াখালীর বর্তমান জেলা প্রশাসক মো. কামাল হোসেনকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ এর উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি ও ঊর্ধ্বতন নিয়োগ-২ অধিশাখার যুগ্মসচিব শাহিন আরা বেগম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মো. শরীফুল ইসলাম পটুয়াখালী জেলার ৩৩তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের ২২তম ব্যাচের একজন চৌকস কর্মকর্তা।

তিমি ২০২০ সালের ০৬ জুলাই জয়পুরহাট জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব নেন। এখন পটুয়াখালীতে দ্বিতীয় দফায় জেলা প্রশাসকের দায়িত্বে নিযুক্ত হলেন তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয় হঠাৎ করেই ২৩ জেলায় মাঠ প্রশাসনের সর্বোচ্চ পদ জেলা প্রশাসক পদে রদবল করে প্রজ্ঞাপন জারি করে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।